×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৬
  • ১৯ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর)  প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগরে মাছের উৎপাদন গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান উৎপাদন উপজেলাটির বার্ষিক চাহিদার প্রায় দ্বিগুণ। কিন্তু উৎপাদন বাড়লেও দাম কমেনি; বরং ক্রমাগত বেড়েই চলেছে। ফলে স্থানীয় বাজারে মাছ সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্য না হয়ে বিলাসপণ্য হয়ে উঠছে।

উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, বছরে মুরাদনগরে মাছের চাহিদা ১৫ হাজার ৮৩২ মেট্রিক টন। সেখানে ২০২৪–২৫ অর্থবছরে উৎপাদন হয়েছে ২৮ হাজার ২০ মেট্রিক টন—চাহিদার চেয়ে ১২ হাজার ১৮৮ টন বেশি। তবুও কমছে না বাজারদর।

রহিমপুরের অটোরিকশাচালক তাহেরের অভিজ্ঞতা এ বাস্তবতাই তুলে ধরে। তিনি বলেন, "তিন কেজি তেলাপিয়া-পাঙাশ ৬৪০ টাকা দিয়ে কিনেছিলাম। আগের মতো আর মাছ খাওয়া যায় না। আয় কম হলে ডিম আর শাকসবজি দিয়েই দিন কাটাতে হয়।"

গত তিন বছরে তেলাপিয়া, পাঙাশ, সিলভার কার্প, ছোট কই—যেসব মাছ নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা ছিল—সেগুলোর দাম ১২০–১৮০ টাকা থেকে বেড়ে ২০০–৩০০ টাকায় পৌঁছেছে।

মাছচাষিদের দাবি, উৎপাদন বৃদ্ধি হলেও ব্যয় বেড়েছে আরও বেশি হারে। বিদ্যুৎ বিল বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, খাদ্যের মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার।

মাছ চাষি জয়নাল আহমেদ জানান, "দুই কেজি ওজনের মাছ তুলতে প্রতি কেজিতে এখন ২৭০–২৮০ টাকা খরচ পড়ে। অথচ বাজারে বিক্রি করতে হয় ৩০০ টাকায়। লাভ বলতে কিছুই থাকে না।"

অতিরিক্ত উৎপাদনের বড় অংশ স্থানীয় বাজারে না থেকে চলে যাচ্ছে বাইরের পাইকারি বাজারে। ফলে স্থানীয় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকে না। এতে স্বাভাবিকভাবেই দাম বাড়ে।

এ ছাড়া মৌসুমি বাজার ব্যবস্থার অভাব এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দাম বাড়ানোর বড় কারণ হিসেবে কাজ করছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন দেবনাথ বলেন, "দ্রুত ওজন বাড়ানোর লক্ষ্যে চাষিরা এখন বেশি কৃত্রিম খাদ্য ব্যবহার করছেন। এতে উৎপাদন খরচ বাড়ছে, যা দামের ওপর প্রভাব ফেলছে।"

তিনি জানান, জনবল সংকটের কারণে পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। "পুরো অফিসে আমি ও একজন পিয়ন ছাড়া আর কেউ নেই। পাঁচটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য।"

স্থানীয়দের মতে, উৎপাদন উপকরণে ভর্তুকি, সাশ্রয়ী সুদে ঋণ, স্থানীয় বাজারে সরবরাহ বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ, কার্যকর বাজার নজরদারি এসব উদ্যোগ নিলে মাছের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat