×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৬
  • ১৭ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁ সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে উপস্থিত থাকার কারণকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরিকাঘাতে গোলাম হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে দুবলহাটি ইউনিয়নের সুনলিয়া মালঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের চাচাতো ভাই নয়ন ইসলাম জানান, মালঞ্চি গ্রামের হারুনুর রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে এ বিষয়ে দুই পক্ষ স্থানীয় এক অ্যাডভোকেটের কাছে সালিশ বৈঠকে বসেন। সেখানে উপস্থিত থেকে আজাদের পক্ষে কথা বলেন গোলাম হোসেন।

নয়ন আরও জানান, এ ঘটনার জেরে বুধবার রাতে গোলাম হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয় হারুনুর রশিদের। একপর্যায়ে হারুনের ছেলে অন্তর এসে গোলাম হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার সঙ্গে জড়িত হারুনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি-ফাঁসির দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat