মামুন মিঞা, ফরিদপুর :
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বাজার এলাকায় ভুয়া পাইলস ও পলিপাস চিকিৎসা পরিচালনার অভিযোগে জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে আলফাডাঙ্গা পৌরসভার গোপালপুর রোডে পরিবহন বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ উত্তরে এ অভিযান পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. কে. এম. রায়হানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের মৃত লুলু শেখের ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম নিজেকে ডিপ্লোমা চিকিৎসক পরিচয়ে ‘চেম্বার’ খুলে দীর্ঘদিন ধরে পাইলস ও পলিপাসের ভূয়া চিকিৎসা দিচ্ছিলেন। তিনি মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর অধীনে নিবন্ধিত চিকিৎসক নন। ওই আইনটির ২২ ধারার আওতায় তাকে সাজা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এম. কে. এম. রায়হানুর রহমান বলেন,
“অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে মানুষকে ঝুঁকিতে ফেলা গুরুতর অপরাধ। স্বাস্থ্যসেবার নামে এমন প্রতারণা চলতে দেওয়া হবে না।”