কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে জান্নাত আরা (২৮) ও তার দুই বছরের কন্যাসন্তান মাহিমা আক্তার ঘটনাস্থলে মারা যান।
সোমবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কার্মীরা মৃতদেহ উদ্ধার করেছেন।
উখিয়াস্থ ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং অফিসার মো. আমির জাফর জানান, ভারি বর্ষণে পাহাড়ের পাদদেশে বসবাসরত রোহিঙ্গা ঝুপড়িতে মাটিচাপা পড়ে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এপিবিএন সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করেন। বিষয়টি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..