×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ২০ বার পঠিত
সালাউদ্দিন রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:


গত ০৬  তারিখ দিবাগত রাত ৩ঃ৪৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে। টুকেরবাজার মধুবনের পাশে টুকেরগাঁও প্রবেশ রাস্তার মুখে  অভিযান পরিচালনা করে  ৩ কেজি গাঁজা জব্দ করেছে।
অভিযানকালে নিম্নোক্ত ব্যক্তিদের নিকট হইতে  তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আশরাফুল ইসলাম (৩৬), পিতা:মোঃ নুরুল ইসলাম, সাং–মোড়লো আজাপাড়া, থানা–ধামইরহাট, জেলা–নওগাঁ।
জোসনা অরফে রাহেলা আক্তার (৫০), স্বামী:ময়না মিয়া, সাং–টুকেরগাঁও, থানা–কোম্পানীগঞ্জ, জেলা–সিলেট ।
আশরাফুল একজন মাদক সরবরাহকারী সে কেজি হিসাবে টাকা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় মাদক পৌঁছানোর কাজ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথমে এই কথা  শিকার করে। সাথে যেই মহিলা ছিল সেই মহিলাকে এই মাল পৌঁছানোর জন্য মাধবপুর থেকে অন্য আরেক মহিলা তাকে পাঠায়। আটককৃত মহিলার ফোন চেক করলে দেখা যায় ওই মহিলার ফোন থেকে আটককৃত মহিলার ফোনে ৯০ থেকে ৯৫ টা ফোন আসে। পুলিশ এত ফোন কল দেখে ওই নাম্বারে ফোন করার পর উপরোক্ত বিষয়টি জানতে পারা যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮  অনুযায়ী
আইনগত ব্যাবস্থা গ্রহন  করা হবে পুলিশ সূত্রে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের মাদক দমন  অভিযানে  কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অফিসার ইনচার্জ কোম্পানীগঞ্জ থানা। মাদক নিয়ন্ত্রণে  কোম্পানীগঞ্জ থানার ভূমিকায়, কোম্পানীগঞ্জের জনগণের মাঝে অনেকটাই স্বস্তি কাজ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat