×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ১৫৪ বার পঠিত
সিনেমাপ্রেমীদের কাছে ‘নেটফ্লিক্স’ নামটা বর্তমানে একটি আবেগের নাম হিসেবেই জায়গা করে নিয়েছে। এখন পৃথিবীর সবচেয়ে বড় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স। প্রায় সব ধরনের চলচ্চিত্র আর টিভি শো প্রদর্শিত হয় নেটফ্লিক্সে। ডিজিটাল প্ল্যাটফরমের সূচনালগ্ন হতে চলচ্চিত্রপ্রেমীদের জন্য সবচেয়ে বড় প্রত্যাশিত প্ল্যাটফরম নেটফ্লিক্স।

বর্তমানে নিজেদের প্রযোজনা করা প্রগ্রামগুলোও নেটফ্লিক্স প্ল্যাটফরমে ব্যাপক জনপ্রিয়। এগুলোকে নেটফ্লিক্স অরিজিনালস বলা হয়। 
সম্প্রতি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স তাদের সেরা দশের তালিকা প্রকাশ করেছে। এখন পর্যন্ত নেটফ্লিক্সে প্রদর্শিত এবং নেটফ্লিক্স অরিজিনালসের সমস্ত সিনেমা এবং টিভি সিরিজের ওপর আলোকপাত করেছে নেটফ্লিক্স, যা ভক্তদের পছন্দ এবং সর্বাধিকবার দেখার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

বিশ্বব্যাপী নেটফ্লিক্সের সেরা কাজগুলো এবং বিভিন্ন দেশের নেটফ্লিক্সের দর্শকপ্রিয়তা অনুসারে চলচ্চিত্র ও টিভি সিরিজ নিয়েই তৈরি এই তালিকা। 

‘ডোন্ট লুক আপ’
নেটফ্লিক্সের সেরা চলচ্চিত্র হিসেবে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের ব্যানারে নির্মিত গাল গ্যাডট ও ডোয়াইন জনসনের ‘রেড নোটিশ’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত রেড নোটিশ বিশ্বব্যাপী নেটফ্লিক্সের তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর ‘ডোন্ট লুক আপ’ (২০২১), তৃতীয় স্থানে ‘দ্য অ্যাডাম প্রজেক্ট’ (২০২২), চতুর্থ স্থানে রয়েছে ‘বার্ড বক্স’ (২০১৮), পঞ্চম স্থানে জায়গা পেয়েছে ‘দ্য গ্রে ম্যান’ (২০২২), ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ‘উই ক্যান বি হিরোস’ (২০২০)।

বিশ্বব্যাপী জনপ্রিয় সিনেমার তালিকায় সপ্তম স্থানে রয়েছে ‘গ্লাস অনিয়ন : আ নাইভস আউট মিস্ট্রি’ (২০২২), অষ্টম স্থানে রয়েছে ‘এক্সট্রাকশন’ (২০২০), নবম স্থানে জায়গা পেয়েছে ‘দ্য মাদার’ (২০২৩) এবং তালিকার দশম স্থানে রয়েছে ‘স্পেনসার কনফিডেনশিয়াল’ (২০২০)। 

‘ওয়েডনেসডে’
এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় ও দর্শকপ্রিয় নেটফ্লিক্সের টিভি সিরিজেরও তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। টিভি সিরিজের তালিকার প্রথম স্থানে রয়েছে তুমুল আলোচিত ‘ওয়েডনেসডে’, দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস (সিজন ৪), তৃতীয় স্থানে ‘ডাহমার : মনস্টার : দ্য জেফরি ডাহমার স্টোরি’ (সিজন ১), চতুর্থ স্থানে ‘ব্রিজারটন’ (সিজন ১), পঞ্চম স্থানে জায়গা পেয়েছে ‘দ্য কুইন্স গ্যাম্বিট’ (সীমিত সিরিজ), ষষ্ঠ স্থানে রয়েছে ‘দ্য নাইট এজেন্ট’ (সিজন ১), সপ্তম স্থানে রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস (সিজন ৩), অষ্টম স্থানে ‘ব্রিজারটন’ (সিজন ২), নবম স্থানে রয়েছে দ্য উইচার (সিজন ১) এবং দশম স্থানে জায়গা পেয়েছে ‘কুইন শার্লট : একটি ব্রিজারটন স্টোরি’ (সীমিত সিরিজ)।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat