এম সাহাবউদ্দিন সাবু
বরগুনা জেলা প্রতিনিধিঃ
আজ ১৬ ডিসেম্বর, দৈনিক সোনালী কন্ঠের ২৫ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা জেলা পিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব হুমায়ুন হাসান শাহিন এর সাক্ষাৎকার কালিন কিছু কথাঃ
বানী
দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার ২৫ বছর পূর্তিতে শুবেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি,
সম্পাদক সহ সকল রিপোর্টার ও প্রতিনিধিদের।
আজ মহান বিজয় দিবস।
শুরুতেই স্বরন করছি, স্বাধীনতার মহান নায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রাহমান সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হলো এই রক্তিম বিজয় স্বাধীনতা।
মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সেই মানুষগুলোকে স্মরণ করি। যাদের অদম্য সাহস আর নিবেদিত প্রাণ ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রধান হাতিয়ার।
রক্তে রঞ্জিত মুক্তিযুদ্ধে পাওয়া এই স্বাধীনতা আমরা কখনোই বৃথা যেতে দিতে পারিনা না। কারন বিজয় দিবস আমাদের রক্তের বিনিময়ে কেনা।
আপনার আমার সম্মান তখনই বাড়বে যখন আমরা ভিনদেশের কোন মাটিতে পতাকা নিয়ে গর্বিতভাবে বলতে পারব, আমরা বাংলাদেশী।
লক্ষ শহীদ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি। বিজয় দিবসের সেই শহীদ প্রাণ গুলোকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
কত নিঃস্বার্থ মানুষের প্রাণ ঝরে গেছে মুক্তিযুদ্ধে। এই বিজয় দিবস যেন মহাকালের এক সাক্ষী।
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের দেখিয়েছে পথ। এই বিজয় দিবস যেন দিয়েছে বাঁচার আশ্বাস।
এ বিজয় যেন আমাদের কাছে মহা বিজয়ের মহা উল্লাস। আবার বিধবা মায়ের লুকানো আহাজারি ক্রন্দন।
দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বিজয়ের চেয়ে আনন্দ হয়তো আর অন্য কিছুতেই পাওয়া যায় না। স্বাধীনতার চাইতে আর কোন সুখ হয়তো পৃথিবীতে কোথাও নেই।
আসুন আজকের এই বিজয়ের দিনে আমরা সেই সমস্ত শহীদদের স্মরণে সৃষ্টিকর্তার নিকট দুই হাত তুলে অকুণ্ঠ চিত্তে দোয়া করি। তাদের কষ্টের প্রতিদানে আল্লাহ যেন তাদের চিরস্থায়ী সুখ দান করেন।
কেননা আজ ১৬ই ডিসেম্বরের এই দিনে লক্ষ প্রান উৎসর্গ করে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল। এই বিজয় দিবসে ঝরে পড়েছিল কতশত তাজা প্রাণ।
আমরা এই মহান ব্যাক্তিদের রুহানী আত্বার মাগফিরাত কামনা করি।