×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ৬৩ বার পঠিত
মোঃ এমদাদুল হক , নিজস্ব প্রতিনিধি ঃ

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"  তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে  রেলি  আলোচনা সভা ও  যুব সমাবেশ অনুষ্ঠিত। ৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় জামালপুর জেলা প্রশাসনের সামনে থেকে রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। 

 রেলী শেষে অফিসে সামনে  এক আলোচনা সভা  করা হয় এবং তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে   প্রদর্শনী মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি মোখতার  আহমেদ। 

জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইফতেখার ইউনুস এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর  জেলা প্রশাসক জনাব হাছিনা  বেগম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। তিনি তারুণ্যের উৎসব উপলক্ষে প্রদর্শনী মেলার উদ্বোধনী ঘোষনা করেন। প্রধান অতিথি মুক্তার আহমেদ বলেন, তরুণরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বুক থেকে জগদ্দল পাথর কে সরিয়েছে।দেশ থেকে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছে। তরুণ রায় জাতির ভবিষ্যৎ তারাই পারে দেশ ও জাতিকে  বদলে দিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জেলা কমিটির আহবায়ক মীর এখলাছ বলেন, উচ্চশিক্ষার প্রতি গুরুত্ব কম দিয়ে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে বেশি বেশি কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে তাহলে দেশের উন্নতি সম্ভব। প্রধান অতিথি মীর এখলাসের বক্তব্যকে  স্বাগত জানান এবং তার দাবিগুলো গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম  তিনি জেলা প্রশাসন কর্তৃক জামালপুরের সকল উন্নয়নমূলক  কাজের তথ্য তুলে ধরেন। পরবর্তীতে কি করণীয় সে সম্পর্কেও তিনি সংক্ষিপ্ত আলোচনা করেন। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: তানভীর হায়দার মহোদয়। জামালপুর সদর উপজেলার  উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ছানোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব সাইফুল ইসলাম খান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: মাহবুবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের প্রশাসকগন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat