×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ৫৮ বার পঠিত

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজকে জেল হাজতে প্রেরণ

খন্দকার মোহাম্মাদ আলী সিরাজগঞ্জ  :

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টায় আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করে পুলিশ। মামলার মুল নথি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে শুনানির জন্য দিন ধার্য্য করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। 

প্রসঙ্গত, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায় তাড়াশের বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাদী হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন। 

এই মামলায় গতকাল সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। এরপর তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat