×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ৪১ বার পঠিত
মাসুদুর রহমান, কিশোরগঞ্জ:
শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তিন প্রতিষ্ঠানের কারখানায় এ অভিযান পরিচালনা করেন। কারখানাগুলোতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যের মোড়কে মিথ্যা তথ্য থাকায় এসব পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

দণ্ডিত প্রতিষ্ঠানের মধ্যে এম এম খান ফুডসকে (ম্যাক) তিন লাখ, সুগন্ধা ফুড প্রোডাক্টসকে তিন লাখ এবং আজহার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা দণ্ড ধার্য করা হয় এবং  অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করে মুচলেখা নেয়া হয়।অভিযানিক দল  সূত্রে জানা যায়, কারখানা তিনটি পরিদর্শনকালে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি ও বিভিন্ন প্রকারের খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়। এছাড়াও বিপুল পরিমাণ মোড়কে মিথ্যা তথ্য পাওয়া যায়। অভিযানে এসব ধ্বংসের পাশাপাশি নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়।

এ সময় প্রতিষ্ঠান তিনটিকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। প্রতিষ্ঠান তিনটি নিরাপদ খাদ্য আইন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা প্রতিপালন করবে মর্মে মুচলেকা দেয়।অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলার স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন। অভিযানের সহায়তা দেয় পুলিশ, র‍‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat