×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ৩৯ বার পঠিত
ফেনী জেলা প্রতিনিধি :

সাংস্কৃতিক কর্মীদের অপেক্ষার অবসান ঘটাতে শহিদ জহির রায়হান হল পুনঃনির্মাণের উদ্যোগ নিয়েছে ফেনী জেলা প্রশাসন। প্রায় ৪৩ শতাংশ জায়গা জুড়ে নতুন ডিজাইনে হলটি নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অংশীজনদের সাথে আরও দুটি মতবিনিময় সভা শেষে হল নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
শহিদ জহির রায়হান হল নির্মাণ উপলক্ষে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে সোমবার (১০ ফেব্রুয়ারি) অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে জেলাপ্রশাসন। সভায় সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকল প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

জানা গেছে, ২০০৭ সালে হল ভাঙ্গার পরে নতুন করে করার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তবে ভাঙ্গার পর হলটি আর নির্মিত হয়নি। ফেনীর সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল হলটির পুনঃনির্মাণ। সবার দাবির প্রেক্ষিতে জেলাপ্রশাসন এ হলটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আর্কিটেকচারের কাছে ডিজাইন দেয়া হবে সেটির সংযোজন বিয়োজন করে এ মাসের মধ্যে কাজ শুরু হবে।
সভায় জেলাপ্রশাসক সাইফুল ইসলাম বলেন, হল নির্মাণে সাংস্কৃতিক কর্মী, মিডিয়া ব্যাক্তিত্বসহ অন্যান্য ব্যাক্তিবর্গ নিয়ে কমিটি করে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। এটি নির্মাণ করতে সুন্দর পরিকল্পনা নিয়ে একটা খসড়া তৈরি করা হবে। সবার সাথে আলোচনা করে কাজ শুরু করা হবে। তবে সাংস্কৃতিক কর্মী, মিডিয়া ব্যাক্তিত্বসহ রাজনৈতিক কর্মীদের এ কাজে সহযোগিতা করতে হবে।রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহযোগিতা না করলে এ কাজ বাস্তবায়ন সম্ভব না বলে জানান তিনি।


তিনি আরও বলেন, হলের জায়গার পাশে যে পুকুর আছে সেটিসহ করলে ১ হাজার আসন হবে। তবে বাস্তবতা হল পুকুর ভরাট করা যাবেনা। পুকুর ছাড়া ৪৩ শতাংশ জায়গা আছে সে জায়গা নিয়ে এগিয়ে যেতে হবে। সেখানে অফিস রুম, রিহার্সাল রুমসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।

দীর্ঘ অনেক বছর পর শহিদ জহির রায়হান হল পুনঃনির্মাণ করার উদ্যোগ নেয়াতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলার সাংস্কৃতিক কর্মীরা।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম বলেন, আমরা চাই এ মাসের মাধ্য হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক। এটি সাংস্কৃতিক কর্মীদের তীর্থস্থান। যেকোন বিনিময়ে আমরা এ হল নির্মাণ হোক এটাই চাই। পুকুর ভরাট করার প্রয়োজন নেই, যতটুকু জায়গা আছে তার মধ্যেই নির্মাণ কাজ শুরু হোক।
তিনি বলেন, আগে এখানে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি গুলো বাস্তবায়ন হত। আমরা এখন চাই আগামীতে কোন রাজনৈতিক কর্মসূচি সেখানে হবেনা, শুধুমাত্র সাংস্কৃতিক চর্চা হবে। রাজনীতি করার জন্য মাঠ আছে, কমিউনিটি সেন্টার আছে সেখানে করতে হবে।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল,জেলা জামায়াত ইসলামির প্রচার সেক্রেটারি আনম আব্দুর রহিম, কবি ও সাংস্কৃতিক সংগঠন মনজুর তাজিম,পায়রা শিশু কিশোর সংগঠন সভাপতি জাহিদ হোসেন বাবলু,শুভচর নাট্য সংসদের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন সাইমুন,আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, ফেনী থিয়েটারে তাহমিনা তোপা শীমা, ফেনী সাহিত্য সভার আহবায়ক শাবিহ মাহমুদ, জাসাসের সদস্য কাজী সোহাগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ আর কে শামীম পাটোয়ারী, ঢাকা প্রোডিউসার এসোসিয়েশনের সদস্য সৈয়দ আকরাম, সংগীত শিল্পী আর কে কুমারসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat