সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা সহ উপকূলীয় দক্ষিণবঙ্গের একাংশ। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের পশ্চিম প্রান্তের কিছু অংশ এবং ওড়িশাতে ও। জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫•১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্পের ঘটনা ঘটে। কম্পনের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরে এবং ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় সংস্থার তরফে যে গ্রাফ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ওড়িশা -পশ্চিমবঙ্গের উপকূল এবং আশেপাশের অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। তবে কম্পনের পর এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সমুদ্র কি অবস্থায় রয়েছে সেই প্রসঙ্গ ও কিছু জানানো হয়নি। ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ও পোস্ট করতে দেখা যায় বহু মানুষকে। গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে।