সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ
লেদ কারখানার আড়ালে তৈরি হত অস্ত্র। ভারতের ঝাড়খন্ডের গিরিডির সেই বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের এসটিএফ। রবিবার (২৩ ফেব্রুয়ারি ) রাতে গিরিডির পুলিশের সাহায্য নিয়ে ৬ জনকে গ্রেফতার করেন এসটিএফের আধিকারিকরা। কারখানা থেকে উদ্ধার করা হয়েছে দশটি ৭•৬৫ এম এম অর্ধ সমাপ্ত পিস্তল। জানা যায়, গোপন সূত্রে ভিত্তিতে ঝাড়খন্ডের গিরিডির জামুয়া থানা এলাকায় চাপরিয়াম্মো গ্রামে মহম্মদ দইমুদ্দিনের কারখানায় অস্ত্র তৈরি হচ্ছে। এরপরই সে রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এসটিএফের আধিকারিকরা। যৌথ উদ্যোগে হানা দেওয়া হয় সেই কারখানায়। সেখান থেকেই কারখানার মালিক সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ দইমুদ্দিন, মহম্মদ শাকিল, মহম্মদ ইমরান, মহম্মদ আফরোজ, রুপেশ শর্মা, মহম্মদ সোনু। এদের মধ্যে ৫ জন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে,ওই কারখানা থেকে ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন সহ বেশকিছু যন্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে অস্ত্র পাচারচক্রের সঙ্গে বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এছাড়া ওই কারখানার তৈরি অস্ত্র কোথায় কোথায় সরবরাহ করা হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।