মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ;
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ (নবগঠিত) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষ থেকে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ৬ অক্টোবর ২০২৫, মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির চান্দনা চৌরাস্তা কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করা হয়।
এবি পার্টির কেন্দ্রীয় কমিটির শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন,
আমার বাংলাদেশ পার্টি সাংগঠনিকভাবে অতীতের তুলনায় অনেক এগিয়েছে। আমাদের বিশ্বাস, সরকার গঠন করতে না পারলেও কয়েকটি আসনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে গিয়ে আমরা দেশ ও জনগণের কণ্ঠস্বর হয়ে সকল সমস্যার কথা তুলতে পারব।
তিনি আরও বলেন, এবি পার্টির কাছে এই নির্বাচনে সরকার গঠন করা বড় বিষয় নয়; বরং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। জনগণের কণ্ঠ হিসেবে কাজ করার শপথ নিয়ে এবি পার্টি যাত্রা শুরু করেছে বলে জানান তিনি।
ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন,
আমি আপনাদেরই সন্তান। বিশেষ করে গাজীপুর-৬ আসনকে অপরাধমুক্ত, নেশামুক্ত ও দুর্নীতিমুক্ত একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
সভায় এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা সহ স্থানীয় নেতৃত্ব ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..