×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ২৮ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ ;

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুখলিসুর রহমান বলেছেন, “জনগণের প্রকৃত মতামত ও ভোটের প্রতিফলন ঘটাতে দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ে সবসময় ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও তাদের মৌলিক অধিকার রক্ষায় জামায়াত অতীতেও দায়িত্বশীল ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মাওলানা মুখলিসুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ন্যায়বিচার, মানবিকতা ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে। দেশের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত।”
এ সময় জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দিন ভূইয়া, উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর জামায়াত সভাপতি আব্দুর রহমান সোহাগসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাধবপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন। সভায় স্থানীয় উন্নয়ন, রাজনৈতিক পরিবেশ, গণমাধ্যমের ভূমিকা ও নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat