জাহিদ হাসান টিপু ,শরীয়তপুর
শরীয়তপুরকে ঢাকা বিভাগে রাখার দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রজনতা ও সাধারণ জনগণ।
"জাগো শরীয়তপুর" নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে প্রায় ৩০ মিনিট পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে, ফলে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা জানান, শরীয়তপুর জেলা ভৌগোলিকভাবে ঢাকার কাছাকাছি এবং সামাজিক-অর্থনৈতিকভাবে ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত। তাই শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করা অযৌক্তিক। তারা ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান দেন—জাগো জাগো শরীয়তপুর, যাব না ফরিদপুর—এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শরীয়তপুরকে ঢাকার সঙ্গেই রাখার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালু, কৃষকদলের কেন্দ্রীয় সহসম্পাদক হাজী মিন্টু সওদাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম জাকির, এবং ‘জাগো শরীয়তপুর’ আন্দোলনের আহ্বায়ক আমীন মো. জিতু প্রমুখ।
বক্তারা বলেন, শরীয়তপুরের যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে ঢাকার সঙ্গে যুক্ত। তাই জেলাটিকে অন্য কোনো বিভাগে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে তীব্র আন্দোলনের মুখে পড়তে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে আগামীতে পদ্মা সেতু সম্পূর্ণরূপে অবরোধ করা হবে।
বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের এই ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল ভূমিকা রাখবে।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রসুল বলেন, মহাসড়ক অবরোধ করে মানববন্ধনের সংবাদ পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।