জাহিদ হাসান টিপু,,শরীয়তপুর ;
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিচালিত অভিযানে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন নদী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মা ইলিশসহ জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। তবে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে গোপনে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে কাঁচিকাটা এলাকায় জনসম্মুখে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।” তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক—অর্থাৎ চলতি বছর ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর—এই ২২ দিন দেশের সামুদ্রিক মৎস্য জলসীমায় সব ধরনের নৌযানে ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।