‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে শেরপুর ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র্রালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসক (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।
আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই। সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। তাহলে আমরা সে উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করবো।
বিশ্ব হাত ধোয়া দিবস আজ সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ২০০৮ সাল থেকে দিনটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য— ‘It Might Be Gloves. It’s Always Hand Hygiene’, অর্থাৎ ‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’, ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস।’
বিশেষজ্ঞদের মতে, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়। বরং হাত পরিচ্ছন্নতাই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি। হাত ধোয়া ছোট একটি অভ্যাস হলেও এটি বড় ধরনের সুরক্ষা দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, নিয়মিত হাত ধোয়া ডায়রিয়াজনিত রোগের ঝুঁকি ৪০ শতাংশ এবং শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীদের অনুপস্থিতি ৫৭ শতাংশ পর্যন্ত কমে।
ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি, জ্বরসহ নানা সংক্রমণ বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত হাত ধোয়া এসব ঋতুভিত্তিক সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। মুখ বা চোখে হাত দেওয়ার আগে হাত ধুলে ভাইরাস ছড়ানোর ঝুঁকি অনেকটাই কমে যায়।
উক্ত হাত ধোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী,নির্বাচন কমিশন অফিসার, ঝিনাইগাতী মহিলা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ঝিনাইগাতী প্রমুখ।