সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভারতের রাজস্থানে জৈসলমের থেকে জোধপুর যাওয়ার পথে মঙ্গলবার (১৪ অক্টোবর ) একটি চলন্ত বাসে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ঝলসে গিয়ে প্রাণ হারিয়েছে ১৯ জন। ওই বাসে যাত্রী ছিলেন ৫৭ জন। আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত। পুলিশ সূত্রে প্রকাশ, জৈসলমের থেকে এদিন বিকাল ৩টার সময়ে ছেড়ে ছিল বাসটি। পথে বাসের পিছন থেকে ধোঁয়া বার হতে দেখেন চালক। তিনি সঙ্গে সঙ্গে পথের ধারে বাস থামিয়ে দেন। কিন্তু নিমেষে গোটা বাস আগুনের গ্রাসে চলে যায়। দ্রুত স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁরা থানায় খবর দেন। ঝলসে যাওয়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জৈসলমের জওহর হাসপাতালে নিয়ে যান। পুলিশের প্রাথমিক অনুমান, শট সাকিট থেকে আগুন লেগেছে বাসে। জৈসলমেরের জেলা শাসক প্রতাপ সিংহ আহতদের সবরকম চিকিৎসার ব্যবস্থা করার নিদেশ দিয়েছেন। হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শমা, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।