×
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৩৩ বার পঠিত

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:


নওগাঁর পত্নীতলায় ইটভাটা দখলের প্রতিবাদে এলাকাবাসী ও ভাটার মালিকপক্ষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আমাইড় ইউনিয়নের কুন্দন বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ভাটার শ্রমিকসহ এলাকাবাসী অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দলীয় প্রভাব খাটিয়ে চেয়ারম্যান শহিদুল ইসলাম মালিকানাধীন একটি ইটভাটা জোরপূর্বক দখল করে নিয়েছেন

বক্তারা জানান, প্রায় সাত বছর আগে রফিকুল ইসলাম ওই ইটভাটার ২৫ শতাংশ শেয়ার বিক্রি করেন। কিন্তু চলতি বছরের ৫ আগস্ট তিনি হঠাৎ করেই পুরো ভাটার দখল নিয়ে নেন। বৈধ মালিকানার সব কাগজপত্র থাকা সত্ত্বেও রফিকুল ইসলাম প্রভাব খাটিয়ে ভাটাটি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে অভিযোগ করেন তারা।

ভাটার বর্তমান মালিকপক্ষ জানায়, এ ঘটনায় ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দাখিলসহ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয়েও বিষয়টি অবগত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, এতে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো সংঘাত চাই না। তবে অন্যায়ভাবে ভাটা দখল করে নেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বক্তারা দখলকৃত ইটভাটা মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভাটার মালিকপক্ষ। তারা দ্রুত ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat