রনি, জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের মহারাজা রোডস্থ কানাই বলাই মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) আনন্দ স্বর্গ প্রচারক সংঘের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম মর্যাদাপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান ভাতৃদ্বিতীয়া উৎসব উদযাপিত হয়েছে।
ভাতৃদ্বিতীয়া উৎসবটি ভাই-বোনের সম্পর্কের পবিত্রতা, ভালোবাসা ও মঙ্গল কামনার প্রতীক হিসেবে আনন্দমার্গের সমাজশাস্ত্রে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। এ দিনে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু, শান্তি ও সুস্থতার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করেন এবং আশীর্বাদ জানান।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তবৃন্দের অর্চনা, আধ্যাত্মিক প্রার্থনা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আভাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো, যেখানে প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ স্বর্গ প্রচারক সংঘের বাংলাদেশ শাখার সভাপতি আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত, RSL অবধূতিকা আনন্দ নিত্যনবিনা আচার্যা, আনন্দ মার্গের সদস্য-সদস্যা এবং স্থানীয় ভক্তবৃন্দ। আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত তাঁর বক্তব্যে বলেন,
“ভাই-বোনের সম্পর্ক কেবল রক্তের বন্ধন নয়; এটি মানবিকতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সমর্থনের এক অনন্য প্রতীক।”
উৎসবটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। আনন্দমার্গের এই আয়োজনে সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে প্রজ্বলিত রাখার লক্ষ্যে শিক্ষামূলক ও সংস্কৃতিক পরিবেশনা করা হয়েছিল।
ভাতৃদ্বিতীয়া শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক সম্পর্ককে শক্তিশালী করার একটি সেতুবন্ধন হিসেবে গণ্য হয়। অনুষ্ঠানটি স্থানীয় ভক্তবৃন্দ ও সদস্যদের জন্য এক ঐক্যবদ্ধ সামাজিক প্রমাণ হিসেবেও বিবেচিত হয়।
এ জাতীয় আরো খবর..