×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ২০ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গীতে জাভান হোটেলে ডিবি পুলিশের অভিযানের তথ্য নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। ঘটনার বিষয়ে ডিবি দক্ষিণ ও একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মধ্যে দেখা গেছে অসঙ্গতি। গাজীপুর দক্ষিণ ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) অশোক কুমার জানান, গত বুধবার Channel S–এর একটি ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা অভিযান চলে। তবে অভিযানে কোনো ইয়াবা বা অসামাজিক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি, বলে নিশ্চিত করেছেন তিনি। এরপর রাত ১২টা ৫৫ মিনিটে কালের কণ্ঠ–এর প্রতিবেদক আল আমিন হোসেন লাইভে এসে দাবি করেন, “ডিবির অভিযান চলছে।” কিন্তু জাভান হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এই সময়ের আগেই ডিবি পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিবেদক নিজেকে পরিচয় না দিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করলে হোটেলের সিকিউরিটি বাধা দেয়। লাইভ ভিডিওতে দেখা যায়, প্রতিবেদক কোনো টিভি ক্যামেরা বা বুম মাইক্রোফোন ব্যবহার করেননি।
পরে প্রতিবেদক আল আমিন দাবি করেন, তাকে হোটেল কর্মীরা মারধর করেছে। কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, তাকে কেউ আক্রমণ করেনি, বরং তিনি নিজেই উত্তেজিত আচরণ করছিলেন।
অভিযানের পরের দিন আল আমিন হোসেন ও Channel S–এর চিফ রিপোর্টার মোস্তাফিজ রুম্মন পুনরায় হোটেলের সামনে লাইভ করেন। এতে হোটেল মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয় বলে অভিযোগ করেছেন জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সায়মন খান। সায়মন খান জানান, ভবনটির মালিক শেখ বাদল হলেও তিনি হোটেল পরিচালনায় যুক্ত নন। বৈধভাবে তিনিই (সায়মন) হোটেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন, Channel S–এর পরিচালক মেহেদী হাসান মিঠুন, যিনি শেখ বাদলের মামাতো ভাই, আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে জোরপূর্বক হোটেলের পরিচালনা পর্ষদে যুক্ত হতে চান। সায়মন জানান, তার আপত্তির পর মিঠুন নিজের চ্যানেলের প্রতিবেদকদের ব্যবহার করে হোটেলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছেন। সায়মন খান তার হোয়াটসঅ্যাপ কল লগ ও মেসেজ হিস্ট্রি দেখিয়ে দাবি করেন, Channel S–এ নিউজ প্রচারের পর মিঠুন সাহেব বুধবার ও শুক্রবার তাকে ফোন করে হুমকি দেন। তিনি বলেন, মিঠুন সাহেব হুমকি দেন আমাকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত না করলে হোটেল বন্ধ করে দেওয়া হবে এবং ধারাবাহিকভাবে নেতিবাচক সংবাদ প্রচার করা হবে। এছাড়া সায়মন খান অভিযোগ করেন, Channel S সম্প্রতি প্রচারিত একাধিক প্রতিবেদনে জাভান হোটেলকে মাদকের আখড়া হিসেবে উপস্থাপন করেছে। একইসঙ্গে প্রতিবেদক আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে জাভান হোটেলকে “অনৈতিক কার্যকলাপের কেন্দ্র” হিসেবে উল্লেখ করে ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করেছেন, যা হোটেল এবং অতিথিদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ডিবি দক্ষিণ থেকে কোনো নতুন তদন্ত ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ ও অভিযোগের ভিত্তিতে ঘটনাটির প্রকৃত সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat