×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ২৭ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক:

চোট আর তাসকিন আহমেদ যেন একে অপরের পরিপূরক। সবশেষ গোড়ালির ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে এখন নিয়মিত খেলছেন তিনি। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করেই খেলতে হচ্ছে তাসকিনকে। মুস্তাফিজুর রহমান এবং তাসকিনকে বাংলাদেশ দলের বড় সম্পদ মনে করেন লিটন দাস। পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরি করতে হবে সেই বিষয়টিও মাথায় রাখতে চান তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আজ রোববার লিটন বলেছেন, 'আমরা কিছু কিছু ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে অন্য খেলোয়াড়দের খেলাচ্ছি। কারণ একই সঙ্গে যদি তাসকিনকে হারিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে যেন এমন না হয় যে আমরা পুরোপুরি তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অবশ্যই তাসকিন আর ফিজ বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। কিন্তু একই সময়ে আমাদের ধীরে ধীরে নতুন খেলোয়াড়ও তৈরি করতে হবে।'

তাসকিন ও মুস্তাফিজের মতো তারকার ভিড়ে বাংলাদেশের বাকি পেসাররাও খেলার সুযোগ পাচ্ছে, তাতে খুশি লিটন। তিনি বলেন, 'আমার প্রথম টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর যখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললাম, আমাদের কিন্তু দুইটা বেস্ট বোলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, কিন্তু একই সময়ে যে প্লেয়ারগুলো খেলেছে, তারা ম্যাচ পেয়েছে।'
পরে তাসকিনের ইনজুরি নিয়ে লিটন আরও বলেন, 'আমি চাই তাসকিন যেন পুরোপুরি ফিট হয়ে যায়। আশা করি, সে আর যেন কখনও ইনজুরিতে না পড়ে। আর প্লেয়াররা যখন খেলছে, এটা একটা ভালো সাইন। একজন অধিনায়ক হিসেবে আমার জন্য এটা বড় পাওয়া—আমার যতজন খেলোয়াড় আছে, সবাই প্রস্তুত। যেন ভবিষ্যতে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে দল নিয়ে আমি বিপাকে না পড়ি।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat