- প্রকাশিত : ২০২৫-১০-২৮
- ২৬ বার পঠিত
মামুন মিঞা,ফরিদপুর:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালে পুর পঃ পাড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক কৃষকের চাষাবাদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আইয়ুব শেখ জানান, তার ক্রয়কৃত এবং শ্বশুর বাড়ি থেকে পাওয়া জমিতে বহু বছর ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি মৃত আলম শেখের পুত্রদ্বয় মিলন ও সুজন শেখ ওই জমিতে জোর করে ঘর নির্মাণ শুরু করেন।
আইয়ুব শেখ বলেন,“আমি থানায় অভিযোগ দিছি, আদালতে মামলা দিয়েছি,যার নম্বর চরভদ্রাসন সিআর ৯২/২৪ চলতেছে।যার তদন্ত প্রতিবেদন দাখিল করেন, সহকারী কমিশনার ভূমি চরভদ্রাসন,তদন্ত প্রতিবেদনে পরিস্কার উল্লেখ রহিয়াছে,আসামি মিলন শেখ গং জোরজবরদস্তির মাধ্যমে জমি দখল করিয়াছে,তাদের কোনো কাগজ পত্র নাই।
তাও তারা আমার জমিত ঘর তুলতেছে। কেউ বিচার দিতেছে না।”
ভুক্তভোগীর অভিযোগ, মামলা চলমান থাকা সত্ত্বেও প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই দখল কার্যক্রম চলছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় এক ব্যক্তি বলেন,“আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, না হলে আরও বড় ঘটনা ঘটতে পারে।”
চর হরিরামপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার বলেন,"মিলন শেখ গং তাদেরকে নোটিশ করার পর তারা কোনো প্রকার জমির কাগজ পত্র দেখাতে পারেনি"
এ ঘটনায় অভিযুক্ত মিলন শেখের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংখ্যালঘু কৃষকের জমি দখলের এই অভিযোগে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..