গাজীপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে টঙ্গী পূর্ব থানা যুবদলর সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গী মিলগেট সিএনজি পাম্প থেকে র্যালিটি শুরু হয়ে গাজীপুর-ঢাকা মহাসড়কের স্টেশন রোড হয়ে মধুমিতা এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে নেতাকর্মী ব্যানার–ফেস্টুন নিয়ে আনুমানিক ৫ হাজার নেতাকর্মি অংশ নেন। বর্ণাঢ্য এই র্যালির নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। র্যালির শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। যুবদলই হলো পরিবর্তনের অগ্রভাগের শক্তি। তিনি আরও বলেন, এই সংগঠনের প্রতিটি সদস্য অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব। র্যালিতে বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর পাঠান, সাধারণ সম্পাদক মোমিন ফকির, সিনিয়র সহ-সভাপতি আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মাসুদ সিকদার, ৪৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, ৪৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কুদ্দুস, ৪৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক, ৪৮ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক হাবিবোল্লা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম লাভলু, ৪৯ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক রশিদ আহাম্মেদ পরশ; ৫৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৫৬ নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন এবং ৫৭ নং ওয়ার্ডের সভাপতি তাইজুল ইসলাম পলাশ প্রমুখ। র্যালি শেষে সংগঠনের ০নেতৃবৃন্দ দলীয় নেতাদের প্রতি ধন্যবাদ ওকে কৃতজ্ঞতা প্রকাশ করেন নাজমুল হোসেন মন্ডল।
এ জাতীয় আরো খবর..