×
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ৪১ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মাহমুদউল্লাহ রিয়াদ। কিছুদিন আগে চোট পেয়েছেন, তারপর থেকেই মাঠের বাইরে আছেন। এর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


ডেস্ক নিউজ :

সবশেষ এনসিএল টি-টুয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। যে কারণে আর কোনো ম্যাচ খেলা হয়নি তার। তবে চোট কাটিয়ে ফেরার পথে ছিলেন। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন। এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার একটি পোস্ট করেন । পোস্টের ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় মাহমুদউল্লাহ শুয়ে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat