×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৬
  • ৫৫ বার পঠিত
‎মনির হোসেন, ‎স্টাফ রিপোর্টার :
‎নেত্রকোণায়  আবেদনকারীর ভূয়া স্বাক্ষর  প্রদানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর মন্দির ও শ্মশানের অর্থ আত্মসাতের মিথ্যে অভিযোগের দায়েরের  ঘটনা ঘটেছে। 
‎‎বিগত ৩০ অক্টোবর তারিখে নিবারন পাল নামে  স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জেলা প্রশাসকের  কার্যালয়ের  ই-শাখায় জমা প্রদান করা হয়। অভিযোগ পত্রে সাতপাই পালপাড়া নিবাসী শ্যামল ভৌমিকের বিরুদ্ধে মন্দির ও শ্মশানের নামে জেলা  প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ নিয়ে তা আত্মসাৎ এর অভিযোগ করেন।  বিষয়টি একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হলে তা জানাজানি হওয়ার পর রাধাগোবিন্দ মন্দিরের পরিচালনা পর্ষদ এর জরুরী সভার মাধ্যমে এই মিথ্যে অভিযোগের তীব্র প্রতিবাদ করেন এবং নিবারন পাল স্বাক্ষরিত একটি আবেদন  ৩ নভেম্বর জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয় বিগত  ৩০ অক্টোবর  তারিখে তার নামে যে অভিযোগ জেলা প্রশাসক বরাবর দায়ের করা হয়েছে তাতে তিনি স্বাক্ষর করেননি। এটি একটি চক্রান্ত। শ্যামল ভৌমিক মন্দির ও শ্মশানের  অর্থ আত্মসাৎ এর সঙ্গে জড়িত  অভিযোগে তিনি কখনো  জেলা প্রশাসক বরাবর আবেদন দায়ের করেননি। এটি  মিথ্যে, ভিত্তিহীন ও বানোয়াট।  তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat