×
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৬
  • ১১৭ বার পঠিত
ইব্রাহিম মুকুট ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা শুরু করেছেন টেবিল ঘড়ি প্রতীকে প্রার্থী সদ্য  সাবেক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।২৩ তারিখ ঘড়ি প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন মহানগর আওয়ামী লীগের সভাপতি টিটু।নগরীর ৩৩টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় অলি গলিতে চলছে  চলছে টেবিল ঘড়ির প্রচারণা।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে গণসংযোগসহ নানাভাবে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু।নগরীর সর্বত্র রয়েছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী,যারা নিজের মত করে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে ভোট চাইতে গেলেই বলে আমরা ভোট টেবিল ঘড়ি প্রতিকে দিব, আমরা তাকে আগে থেকেই চিনি। 

মসিক নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী মাঠে থাকলেও সবচেয়ে বেশি সরগরম করে রেখেছেন ঘড়ি প্রতীকের প্রার্থী টিটু ও তার কর্মী- সমর্থকরা। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকায় সব শ্রেণি- পেশার মানুষের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। যে কাউকে কাছে টেনে নেওয়ার মানসিকতা এবং প্রয়োজনে পাশে থাকাসহ নানা গুণ রয়েছে টিটু'র। তাই শুধু রাজনৈতিক সহকর্মীরাই নয়, টিটুর প্রচারে নেমেছে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, নারী উদ্যোক্তা, সংগঠকসহ সকল শ্রেণির মানুষ। যার ফলে একদিকে তার প্রচারেও যেমন তুঙ্গে, তেমনি সাধারণ ভোটারদের মাঝেও সৃষ্টি হয়েছে ঘড়ি প্রতীকের গণজোয়ার।ঘুরে দেখা গেছে, অটোরিকশার মাধ্যমে মাইকিং, লিফলেট বিতরণ, ফেসবুক, মোবাইলফোনে এসএমএস, ফোনকল, গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময়সহ পত্রিকার হকারদের মাধ্যমে জোরে শোরে প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগসহ সহযোগী ভাতৃপ্রতীম সংগঠনগুলোর সিংহভাগ নেতাকর্মী টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মো. ইকরামুল হক টিটুর পক্ষে মাঠে নেমেছেন। জেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ জেলা আ.লীগের কার্যকরী কমিটির ২১ জন নেতা, উপদেষ্টা পরিষদের চারজন নেতা, মহানগর আ.লীগের চারজন সহসভাপতিসহ ২৬ জন নেতা, উপদেষ্টা পরিষদের ১১ জন নেতা সরাসরি তার পক্ষে কাজ করছেন। এ ছাড়া মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ,জেলা ও মহানগর যুবলীগের একাংশ, জেলা ও মহানগর ছাত্রলীগের একাংশ,কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গণসংযোগ  চালিয়ে যাচ্ছেন।৩৩টি ওয়ার্ডের কেন্দ্রগুলো সবসময় থাকে লোকসমাগমে ভরপুর। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat