মনির হোসেন ,স্টাফ রিপোর্টার :
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইশাইল গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুম্মার সময়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সাবেক মেম্বার নান্দু মিয়ার ছেলে বাবু মিয়া (২৪) জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর মেয়েটির পরিবার বিষয়টি জানাজানি করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি গোপন রাখার প্রচেষ্টা চলছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাকপ্রতিবন্ধী মেয়েটি কথা বলতে না পারলেও নিজের হাতে লিখে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে।
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বাকপ্রতিবন্ধী মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতনের পরও যদি দোষী ব্যক্তির বিচার না হয়, তবে সমাজে আর কেউ নিরাপদ থাকবে না।” এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেছে। অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
এ জাতীয় আরো খবর..