মোঃ নাজিম আহামেদ (রানা), গাইবান্ধা:
“সরকার আছে, সরকার থাকবে; কিন্তু শিক্ষক সমাজ নিস্পেষিত থাকবে না, বরং বদলাতে হবে রাত্রি”—এই স্লোগানকে সামনে রেখে বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক পরিষদ, গাইবান্ধা জেলা ইউনিট এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ব্যাচ থেকে শুরু করে দীর্ঘদিন ধরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতি ঝুলে আছে। এতে শিক্ষক সমাজে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলা ইউনিটের আহ্বায়ক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। অথচ বছরের পর বছর ধরে পদোন্নতি আটকে থাকায় আমরা বঞ্চিত হচ্ছি। দ্রুত পদোন্নতি প্রক্রিয়া শুরু করতে হবে।”
যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান (দর্শন) বলেন, “দীর্ঘসূত্রতার কারণে শিক্ষক সমাজ নিরুৎসাহিত হচ্ছে। অবিলম্বে DPC (Departmental Promotion Committee) সভা আহ্বান করে পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”
সদস্য সচিব গোলাম মোস্তফা প্রভাষক ও কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান) বলেন, “ন্যায্য পদোন্নতি শুধু ব্যক্তিগত স্বার্থ নয়, এটি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের পূর্বশর্ত।”
কলেজ ইউনিটের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান) ও সদস্য সচিব মোঃ ইফতেখারুর রহমান বলেন, “আমরা মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করছি, কিন্তু ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
প্রভাষক রবীন্দ্র চক্রবর্তী (৩৩তম বিসিএস, উদ্ভিদ বিজ্ঞান) বলেন, “পদোন্নতি শিক্ষকের সম্মান ও যোগ্যতার স্বীকৃতি। বিলম্ব অযৌক্তিক এবং এটি শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে পদোন্নতি সংক্রান্ত কার্যক্রম শুরু না হলে ১৬ নভেম্বর থেকে “No Promotion, No Work” কর্মসূচি পালন করা হবে।