×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ১৪৭ বার পঠিত

জাহিদ হাসান টিপু, জেলা প্রতিনিধি শরীয়তপুর :


এনসিপি’র জাতীয় যুবশক্তির সদ্য ঘোষিত শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন তরুণ রাজনীতিক আমিন মোহাম্মদ জিতু

অবাক করার বিষয় হলো—কমিটি ঘোষণার মাত্র ২০ মিনিটের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের কাছে।

শনিবার রাতে এনসিপি’র জাতীয় যুবশক্তি শরীয়তপুর জেলা শাখার এক বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে 
কাওসার মৃধাকে আহ্বায়ক এবং আমিন মোহাম্মদ জিতুকে সদস্য সচিব করা হয়।
এই কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

ঘোষণার কিছুক্ষণ পর রাতেই ফেসবুকে এক স্ট্যাটাসে জিতু তাঁর পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন—

“ব্যক্তিগত কিছু বিশেষ কারণে বর্তমানে আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ। সংগঠনের কার্যক্রমে যেন কোনো বিঘ্ন না ঘটে, তাই সদস্য সচিব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন,

“আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং ভবিষ্যতেও এনসিপি জাতীয় যুবশক্তির অগ্রযাত্রায় পাশে থাকার চেষ্টা করবো।”

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আমিন মোহাম্মদ জিতু আরও জানান—

“আমি শরীয়তপুরের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। রাজনৈতিক পদে থেকে কাজ করলেই মানুষকে সাহায্য করা যায়—বিষয়টা এমন নয়। মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।”

দীর্ঘদিন ধরে তিনি শরীয়তপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক এবং স্থানীয় সামাজিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘোষণার পর এত দ্রুত পদত্যাগ বিরল ঘটনা। এটি সংগঠনের অভ্যন্তরীণ নীতি বা সাংগঠনিক অবস্থার প্রতি এক ধরনের বার্তা হিসেবেও দেখা যেতে পারে।

তরুণ রাজনীতিক জিতুর আকস্মিক পদত্যাগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দুঃখ প্রকাশ করেছেন, আবার কেউ মনে করছেন—এটি তাঁর গভীর চিন্তাভাবনার ফল এবং ব্যক্তিগত সিদ্ধান্তের অংশ।

এরপরের দিন, ৯ নভেম্বর (রবিবার) নবগঠিত কমিটি থেকে আরও তিন নেতা পদত্যাগ করেন।
তারা হলেন—
রবিউল হাসান (সংগঠক–৯),
কামাল হোসেন সরল, যুগ্ম আহ্বায়ক–৩,
এবং 
সাবরিন ইসলাম, যুগ্ম সদস্য সচিব–৮

ক্রমাগত পদত্যাগে সদ্য ঘোষিত কমিটি নিয়ে সংগঠনের ভেতরে ও বাইরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনাগুলো শরীয়তপুর জেলা কমিটির অভ্যন্তরীণ মতবিরোধ ও সাংগঠনিক অস্থিরতার ইঙ্গিত বহন করছে।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat