×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ২৫ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ 

ফেনীতে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর এর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনী জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অংকুর ফেনী আসরের পরিচালক মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক এরফান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। কোমলমতি শিশু-কিশোরদের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দিতে অংকুরের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।’

অনুষ্ঠানের প্রধান আলোচক অংকুর কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌশলী আবদুল হাফিজ খসরু বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা অপরিহার্য।’

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অংকুর কেন্দ্রীয় পরিচালক প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অংকুর ফেনীর উপদেষ্টা মাওলানা মোজাফফর আহমদ জাফরী, দৈনিক আলোকিত গণমাধ্যম এর সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ব্যবসায়ী আসগর হোসাইন কায়সর, অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন চৌধুরী, মাওলানা সানা উল্লা, শহিদুল ইসলাম রুবেল'সহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী মোট ২১ জনের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat