×
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ৯৩ বার পঠিত
সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধিঃ

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

বুধবার বিকালে ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত  দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন -সংগঠনটির কেন্দ্রীয়  সমন্বয়ক-  মাহবুবর রহমান, সমন্বয় পরিষদের স্থানীয় নেতা ফারুক হোসেন, সুজাউল মোল্লা, সাবিনা ইয়াসমিন প্রমূখ। 

বক্তারা বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে  কর্মরত নিম্ন ও অধস্থন কর্মচারীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চেয়েও অধিক।  অপরদিকে  মানুষ গড়ার কারিগর হয়েও নিম্ন পদমর্যাদার সামান্য বেতনে   মানবেতর জীবন যাপন করছেন  উচ্চশিক্ষিত শিক্ষকরা। তাই সঙ্গত কারণে গ্রেড উন্নয়নের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat