×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ৫৭ বার পঠিত
রূপগঞ্জ  (নারায়নগঞ্জ) প্রতিনিধি: হাবিবুল্লাহ মীর 
আজ ১৩ ডিসেম্বর। রাজধানীর ঢাকার কোলঘেঁষা রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে হায়ানার দল রূপগঞ্জ ছেড়ে কুমিল্লা ও ঢাকার অভিমুখে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় রূপগঞ্জ। তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খাঁন পিনু গ্রুপ বিজয় পতাকা উত্তোলন করে। মুক্তিযুদ্ধে ১১ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

১৯৭১ সালে রূপগঞ্জের ভোলাবো ধামছির শালবন, ইউসুফগঞ্জ, কামসাইর, মাঝিনা, জাঙ্গীর, রূপগঞ্জ, পিতগঞ্জ, শিমুলিয়া, গোলাকান্দাইল, আলমপুর, হোরগাঁও হয়ে যায় মুক্তিযোদ্ধাদের অভয়ারণ্য। ঢাকা-নরসিংদী সড়কের রূপগঞ্জের ভুলতা আউখাবো ব্রিজে আক্রমণ, মুড়াপাড়াস্থ গাউসিয়া জুট মিলের সেনা ক্যাম্পে মোটর হামলা, জাঙ্গীর চরে বাঙ্কারে অ্যাম্বুস করে হানাদার বাহিনীর শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী লঞ্চ ও গানবোটে আক্রমণ, ইউসুফগঞ্জে হানাদার বাহিনীর উপর আক্রমণ রূপগঞ্জ ও বড়ালু চরে হানাদার বাহিনীর নৌযানে আক্রমণ ছিল রূপগঞ্জের মুক্তিযোদ্ধের উল্লেখ্যযোগ্য ঘটনা।

রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে আজ ১৩ডিসেম্বর রূপগঞ্জ উপজেলা প্রশাসন শোভাযাত্রা, শহীদদের প্রতি শ্রদ্ধা, আত্মার মাগফিরাত কামনা ও আলোচনা সভা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat