×
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ৭৪ বার পঠিত
মোঃ সোহেল রানা, বিভাগীয় ব্যুরো প্রধানঃ- 
গতকাল বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেলে রাজশাহীর বাগমারা থানার হাট গাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাব এর নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ও উপদেষ্টা মন্ডলীদের সাথে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত অনুষ্ঠানে প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি হোসাইন মোঃ মোবারক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন, হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন এ টি এম আশরাফুল ইসলাম হেলাল, জনাব কছিমুদ্দিন জোয়াদ্দার, সহকারী অধ্যাপক জনাব আব্দুল মজিদ, কজেম উদ্দিন, প্রভাষক আব্দুল জলিল, বাংলদেশে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর আল আমিন, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন, আবু আব্দুল্লাহ আসাদ, বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (ডিএসবি) মাসুদ রানা, গাঙ্গোপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার, কোয়ালিপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সকল সদস্যসহ অন্যান্য সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। 


উপদেষ্টা পরিষদের সদস্যগণ ও অতিথিবৃন্দ উপদেশমূলক বক্তব্য দেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আহবান জানান। ভয়-ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য  হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবকে সব ধরনের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat