×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ১৬১ বার পঠিত
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ে নাহিদ হোসেন (১৮) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পাঁচুপুর গ্রামের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার সন্ধায় সে নিখোঁজ হয়। নাহিদ রাজশাহীর বাগমারা উপজেলার নাকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে এবং আত্রাইয়ের পাঁচুপুর গ্রামের লুৎফর রহমানের ভাগ্নে।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন নাহিদের পারিবারিক বরাদ দিয়ে জানান,বুদ্ধি প্রতিবন্ধী যুবক নাহিদ রোববার সন্ধা অনুমান সাতটা নাগাদ বাড়ী থেকে বের হয়। এর পর বাড়ীতে না ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোন সন্ধান করতে পারেনি নাহিদের পরিবারের লোকজন। পরে সোমবার সকালে পাঁচুপুর গ্রামে তার মামার বাড়ীর অদুরে পুকুরে নাহিদের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
‎পুলিশের এই কর্মকর্তা আরো জানান,জন্ম গ্রহনের পর তার মা বাবার মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকেই আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামে মামার বাড়িতে বসবাস করতো নাহিদ। সে জন্মগত ভাবেই বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat