×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ৫২ বার পঠিত
৮-১৪ নভেম্বর ঢাকায় হবে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। ১৩ নভেম্বর বাংলাদেশ ফুটবল দলের আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও একই ভেন্যুতে। একই সময়ে দুটি খেলার সূচি পড়ায় সংকট তৈরি হয়। 
গতকাল জাতীয় স্টেডিয়ামে উপদেষ্টা ও বাংলাদেশে অবস্থিত বিদেশি কুটনৈতিকদের সাথে একটি প্রীতি ম্যাচ হয়। সেই প্রীতি ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফুটবলকে প্রাধান্য দিয়ে আরচ্যারিকে কমলাপুর কিংবা আর্মি স্টেডিয়াম ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত জানান। কিন্তু আরচ্যারি ফেডারেশন ১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে খেলার দাবি জানায়। জাতীয় ক্রীড়া পরিষদ আরচ্যারি ফেডারেশনের দাবিতে সম্মতি দিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, '১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি হবে। বাফুফে ও আরচ্যারি দুই ফেডারেশনের সঙ্গে আমার কথা হয়েছে। দুই ফেডারেশন এতে সম্মত। আগামীকাল এই সংক্রান্ত চিঠি ইস্যু করবে জাতীয় ক্রীড়া পরিষদ।'
আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, 'জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমরা জেনেছি ১২ নভেম্বর পর্যন্ত আমরা খেলা পরিচালনা করতে পারব। ১৩-১৪ নভেম্বর বাকি দুই দিনের খেলা আর্মি স্টেডিয়ামে আয়োজন করব। আমাদের কষ্ট হলেও ফুটবল ও ক্রীড়াঙ্গনের স্বার্থে জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat