প্রতিনিধি, নরসিংদী:-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) বিকাল ৩টায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ-এর নেতৃত্বে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় যুবদলের শত শত নেতাকর্মী ও সমর্থক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পক্ষে স্লোগান দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার, আব্দুর রউফ ফকির রনিসহ জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
মিছিল শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনের ইতিহাস ও ঐতিহ্যের ওপর আলোকপাত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন,
"আজকে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তিনি ১৯৭৮ সালের এই দিনে যে লক্ষ্য নিয়ে যুবদল গঠন করেছিলেন – তা ছিল দেশের যুব সমাজকে দেশপ্রেম, উৎপাদনমুখী রাজনীতি ও গণতন্ত্র রক্ষার আদর্শে উজ্জীবিত করা।"
তিনি আরও বলেন, "আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বর্তমানে দেশের গণতন্ত্র অবরুদ্ধ। জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এই ক্রান্তিলগ্নে যুবদলই হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চালিকাশক্তি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ—যেকোনো ত্যাগ স্বীকারের বিনিময়ে হলেও গণতন্ত্রকে মুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে আনব। নরসিংদীর যুবদল আজ ঐক্যবদ্ধ এবং যেকোনো আন্দোলনের জন্য প্রস্তুত। আমাদের ৪৭ বছরের ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, আমরা শুধু সংগঠন নয়, একটি আদর্শের নাম। এই স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।"
এ জাতীয় আরো খবর..