নিজস্ব সংবাদদাতা: তফসিলের আগে গণভোট আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেন প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ, গণহত্যার বিচার দৃশ্যমান করণ, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধকরণ সহ ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪:০০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মাওঃ আমিরুল ইসলাম মীর এর সভাপতিত্বে কক্সবাজার পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশ-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য মাওঃ মোহাম্মদ আলী নজির। সমাবেশের পর পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাশেমিয়া মাদ্রাসার পাশে সমাবেশ ও মিছিল সমাপ্ত হয়। জেলা সেক্রেটারী এ আর এম ফরিদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি ক্বারী মাও আব্দুল খালেক নিজামী, সহ-অর্থ সম্পাদক মাও জাহিদুর রহমান, রামু দক্ষিণ শাখার সভাপতি ক্বারী মাও আবু নাছের, উখিয়া উপজেলা সভাপতি এইচ এম কলিমুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি নুরুল ইসলাম আজিজি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সাইমুন সোহেল সাকিব ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দ্বীনি সংগঠনের সভাপতি আলহাজ্ব বদিউল আলম সওদাগর, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি মাও নেজামুর রহমান সোলাইমানী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাও এমদাদ উল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. মোঃ ইসমাইল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান কন্টাক্টার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছিলো তা কাজে লাগাতে ব্যর্থ হতে যাচ্ছে এই সরকার। জুলাই সনদ বাস্তবায়ন করার পদ্ধতি এখনো ঠিক করা হয় নাই। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনার কোন উদ্যোগ চোখে পড়ছে না। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতেই হবে। বক্তারা আরো বলেন, আমরা আজ রাস্তায় নেমেছি সংঘাতের জন্য নয় ন্যায় ও অধিকার আদায়ের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ জনতার ন্যায্য অধিকার আদায়ের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে এই পাঁচ দফা দাবি শুধু রাজনৈতিক নয়, এটি জাতির আত্মমর্যাদার দাবি। তিনি আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা রাজপথ ছাড়বে না। আমরা শান্তিপ্রিয়, কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। ইনশাআল্লাহ এই আন্দোলন হবে জনগণের মুক্তির আন্দোলন, ন্যায়ের বিজয়ের আন্দোলন। এমন বাস্তবতায় জুলাই গণঅভ্যুত্থানে উৎসর্গিত রক্তের দায় শোধ করতে রাজপথে থাকার অংশ হিসেবে যুগপৎ আন্দোলন চলছে।