সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
রবিবার (২৬ অক্টোবর ) ভারতের ছত্তীশগড়ের কাঁকের জেলায় একসঙ্গে ২১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। সঙ্গে ১৮টি আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন পুলিশের হাতে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ছত্তীশগড়ের বস্তারে " পুনা মার্গেম" এর উদ্যোগের আওতায় অস্ত্র সমপন করেছেন ২১ জন মাওবাদী। তাঁদের মধ্যে ১৩ জন মহিলা রয়েছেন। এছাড়া রয়েছেন ডিভিশন কমিটির সচিব মুকেশ। পুলিশ সূত্রে প্রকাশ, আত্মসমর্পণ করা সকলেই " নিষিদ্ধ " ভারতীয় কমিউনিস্ট পাটি ( মাওবাদী ) এর কেশকাল বিভাগের কুয়েমারি ও কিসকোডো এরিয়া কমিটির সদস্য। আত্মসমর্পণ করার পাশাপাশি ৩টি একে ৪৭, ২টি ইনসাস রাইফেল, ৪টি এসএলআর রাইফেল, ৫টি ০•৩০৩ রাইফেল, ২টি সিঙ্গল শট রাইফেল এবং ১টি ব্যারেল গ্রেনেড পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা।
এ জাতীয় আরো খবর..