×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ২২ বার পঠিত
শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে অপহরণের একদিন পর ১৯ মাসের শিশু রূপাকে
উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এঘটনায় অপহরণকারী দুলাল
হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার
বাটিকামারী ইউনিয়নের আলীপুর গ্রামের মিটুল শিকদার পেশায়
গাড়ির হেলপার। কাজের সুবাদে তার পরিচয় হয় বাগেরহাট জেলার
মোড়লগঞ্জ থানার চরহুগলাবুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে
দুলাল হাওলাদারের সঙ্গে। বন্ধুত্বের সম্পর্কের কারণে দুলাল একাধিকবার
মিটুল শিকদারের বাড়িতে বেড়াতে আসে।
গত ৫ নভেম্বর বুধবার বিকেলে বেড়াতে এসে দুলাল হাওলাদার সুযোগ
বুঝে মিটুল শিকদারের ১৯ মাস বয়সী মেয়ে রূপাকে তার নিজ বাড়ি
থেকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পরপরই মিটুল শিকদার মুকসুদপুর থানায় অভিযোগ করলে, ওসি
মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে এসআই অনক ঘোষ ও আব্দুল হাকিম
সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান শুরু
করেন। পরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলদিয়া বাস টার্মিনাল
এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় অপহরণকারী দুলাল
হাওলাদারকে আটক করেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক অজ্ঞাত পতিতালয় থেকে অপহৃত
শিশু রূপাকে উদ্ধার করা হয়। পরে আটক দুলাল হাওলাদার ও উদ্ধারকৃত রূপাকে
মুকসুদপুর থানায় নিয়ে আসে পুলিশ।
মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে থানায়
মামলা হয়েছে মামলা নং-১১/২০২৫। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে

পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat