×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৬
  • ৫৭ বার পঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি


নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয়ের গৌরব অর্জন করে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার শাসনামলের পতনের মধ্য দিয়ে জাতি নতুন করে বিজয় দিবস উদযাপনের অনুপ্রেরণা পেয়েছে।


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সকাল ৭টায় সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে দিবসটি পালিত হয়।


কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনসহ খোরশেদ আলম, আব্দুল মান্নান মুকুল, আরাবুর রহমান পাশা, আবুল হোসেন, এইচ এম বাবুল হোসেন, মোজাম্মেল হক, মশিউর রহমান, আব্দুল খালেক প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার ওপর আলোকপাত করেন। তাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনা বজায় রাখার আহ্বান জানান।


উপজেলার গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা বিজয় দিবস উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।


জাতির এই নতুন বিজয় উদযাপন একটি আশার বার্তা বহন করছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat