×
সদ্য প্রাপ্ত:
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা মিরপুরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় পাচারকালে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ রূপগঞ্জে ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার বাংলাদেশী চিত্রশিল্পী ও লেখক শহিদুল আলম কে আটোক ইসরায়েলি বাহিনীর
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ১৮ বার পঠিত
অনেক প্রতীক্ষার পর গতকাল মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদ জানাতে আজ বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছয় জন সাবেক নারী ক্রীড়াবিদ ও সংগঠক। তারা অবিলম্বে মহিলা ক্রীড়া সংস্থা কমিটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 
বাংলাদেশের কিংবদন্তি শুটার সাবরিনা সুলতানা। তিনি আক্ষেপ ও ক্ষোভের সঙ্গে বলেন, 'আমরা দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে রয়েছি। শুটিং ফেডারেশন,মহিলা ক্রীড়া সংস্থায় আমার জায়গা হয় না। মহিলা ক্রীড়া সংস্থার কমিটিতে দেখছি অনেকে ক্রীড়ানুরাগী। এদের কাউকে আমরা ক্রীড়াঙ্গনের কেউ চিনি না। এই কমিটি অবিলম্বে প্রত্যাহারের আবেদন জানাই।'

ক্রীড়াঙ্গনের প্রতিবাদী কন্ঠস্বর সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা। তার নেতৃত্বেই মূলত আজকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, 'ক্রীড়াঙ্গনে ক্রীড়াবিদ, সংগঠকরা থাকবে সেখানে আইনজীবী, অধ্যাপক কেন। ক্রীড়াঙ্গনে অনেক নারী রয়েছেন যোগ্য যারা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক হতে পারে। আমরা ক্রীড়া উপদেষ্টার কাছে এই কমিটি দ্রুত পরিবর্তন চাই। ক্রীড়া উপদেষ্টা এটি সুরাহা না করলে প্রধান উপদেষ্টার শরণাপন্ন হব।
ক্রীড়া উপদেষ্টা রাজনৈতিক প্রভাব মুক্ত ক্রীড়াঙ্গন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলীকে এবার সাধারণ সম্পাদক করায় সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই তীব্র প্রতিবাদ করেন। সাবেক খেলোয়াড় নাসিমা পারভীন শিরিন বলেন, 'আমি বিগত কমিটিতে ছিলাম। নেলী আমাদের মতো সাবেক ক্রীড়াবিদদের সঙ্গে বাজে আচরণ করে। তিনি কোনো খেলোয়াড়, সংগঠক ছিলেন না। আমরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই না।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল সভাপতির দায়িত্ব পালন করছেন। ফুটবল ফেডারেশনে সভাপতি তাবিথ আউয়াল সাবেক ফুটবলার। সেই দৃষ্টিকোণ থেকে ডানা বলেন, 'ফুটবল, ক্রিকেটে সাবেকরা সভাপতি হতে পারলে মহিলা ক্রীড়া সংস্থায় কেন সভাপতি, সেক্রেটারি সাবেক খেলোয়াড় থেকে নয়?'
জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুই জন পরিচালক মনোনীত করতে পারে। একজন পরিচালকের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা থাকায় সেই পরিচালক বদলের ঘোষণা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রিকেট বোর্ডে এ রকম হলে মহিলা ক্রীড়া সংস্থা নয় কেন এমন প্রশ্ন ডানার, 'সাধারণ সম্পাদক নেলী আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে এসেছিল মহিলা ক্রীড়া সংস্থায়। সে এখন কিভাবে সাধারণ সম্পাদক হয়। ক্রিকেট বোর্ডে অভিযোগ উঠার পর পরিবর্তনের কথা হয়েছে তাহলে মহিলা ক্রীড়া সংস্থায় নয় কেন?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat